এসএসসি/সমমান পরিক্ষার ফলাফল দেখবেন যেভাবে

আপনারা সকলেই যানেন যে আগামি ৩০ মে প্রকাশিত হচ্ছে এসএসসি/সমমান-২০১৫ পরিক্ষার ফলাফল।
গত  ১৮ নভেম্বর ২০১৪ মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষা-২০১৫’র সময়সূচি অনুমোদন করে শিক্ষা মন্ত্রণালয় । ২৮ অক্টোবর ২০১৪ মঙ্গলবার ঘোষিত খসড়া সময়সূচি অনুসারেই সম্মতিক্রমে আগামী ২ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু  তা বিভিন্ন কারণে পেছানো হয়।
অতঃপর শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ নিশ্চিত করেন এস এস সি এবং সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ৩০মে ২০১৫।
এই বছর সারাদেশে  ৩,০৫৪টি কেন্দ্রে মোট ১৫,৪৩,৮৩৮ জন শিক্ষার্থি অংশ গ্রহণ করেছিলেন।

মোবাইল এস.এম.এস এর মাধমে এসএসসি/সমমান পরীক্ষার ফলাফলঃ

SMS এর মাধ্যমে ফলাফল পাওয়ার পদ্ধতিঃ

SSC< Spec> First 3 Letters of Your Board<Spec> Roll Number<Spec> Passing Year and send SMS To16222.
উদাহরণঃ
SSC RAJ 123456 2015 and send SMS 16222

SMS পদ্ধতি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্যঃ

Dakhil<Spec> First 3 Letters of Your<Spec> Board<Spec> Roll Number<Spec> Passing Year and send SMS To16222.
উদাহরণঃ
Dakhil MAD 123456 2015 and send SMS 16222

এসএসসি ভোকেশনালের জন্যঃ

SSC <Spec> First 3 Letters of Your Board<Spec> Roll Number<Spec> Passing Year and send SMS To 16222.
উদাহরণঃ
SSC Tec 123456 2015 and send SMS 16222

ইন্টানেট এর মাধ্যমে এসএসসি/সমমান পরীক্ষার ফলাফল:

তার জন্য শিক্ষার্থী সরাসরি শিক্ষাবোর্ডের নিজেস্ব ওয়েব সাইট থেকে পরীক্ষার নাম, পরীক্ষার বছর, পরীক্ষার বোর্ড, পরীক্ষার্থীর রোল লিখে জানতে পারবে এখান থেকে। 


Android ফোন থেকে এসএসসি/সমমান পরীক্ষারফলাফল:

শিক্ষার্থী তার নিজস্ব Android ফোন থেকে সরাসরি ইন্টানেটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন, তার জন্য তাকে একটি Android এপস ইন্সটল করতে হবে। এপসটি পাওয়া যাবে এখানে
এপসটি ইন্সটল করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে ফলাফল পাওয়া যাবে। 

সকল পরীক্ষার্থীর ভালো ফলাফল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর নিয়মিত ভিজিট করবেন নেটজগত।

>>>>ফেইসবুক এ আমি<<<<

Post a Comment