যেভাবে চেক করবেন নিজের মোবাইল নাম্বার

আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই?
ধরে নিলাম সবাই ভালই আছেন, আমিও আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালো আছি।

বর্তমানে মানুষের নিত্যদিনের এর গুরুত্বপূর্ণ সঙ্গী হচ্ছে মোবাইল ফোন। আপনার কি একটি মোবাইল ফোন আছে? আর আপনি কি সেই ফোনের নাম্বার মনে রাখতে পারেননা? তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। আজ আমি দেখাব কীভাবে সহজেই নিজের মোবাইল নাম্বার বের করবেন তাও আবার বিনা পয়সায়!
তো চলুন শুরু করা যাক-

মোবাইল নাম্বার দেখার জন্য আপনাকে ডায়াল করতে হবে ইউএসএসডি কোড, বিভিন্ন অপেরেটর এর জন্য ভিন্ন কোডে ডায়াল করতে হবে-

গ্রামীণফোন এর জন্যঃ *2#

এয়ারটেল এর জন্যঃ *121*6*3# 

রবি এর জন্যঃ *140*2*4#

বাংলালিংক এর জন্যঃ *511#

টেলিটক এর জন্যঃ *551#

সিটিসেল এর জন্যঃ Type MDN and send to 7678

আশাকরি আজকের পোস্টটিতে সবাই উপকৃত হবেন।
আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রযুক্তির সাথে থাকবেন।

>>>>ফেইসবুক এ আমি<<<<

>>>>ফেইসবুক এ নেটজগত<<<<

>>>>টুইটারে নেটজগত<<<<




Post a Comment