Basic SEO in Bangla (part-2)

সবাইকে আবার স্বাগতম আমার এই ছোট্ট ব্লগ এ।
আজকে ফিরে এলাম  Basic SEO in Bangla (part-2) নিয়ে।
আজকের আলোচনার বিষয়
SEO কি ? 
SEO এর প্রয়োজন কেন ? 
SEO কত প্রকার ও কি কি ? 

 SEO কি?

  Search Engine Optimization কে সংক্ষেপে SEO বলে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শব্দগুচ্ছটিতে তিনটি শব্দের যোগ হয়েছে। প্রথম দুটি হল সার্চ ইঞ্জিন এবং অপরটি হলো অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন বলতে- একটা ওয়েব সাইট যার মাধ্যমে সার্চ করে আমরা আমাদের কাঙ্খিত তথ্য খুব সহজে খুঁজে পেতে পারি (Google, Yahoo, Bing )এক কথায় ইন্টারনেটে কোন কিছু সার্চ করে বের করার জন্য যে Browser গুলো ব্যবহার করি তাই সার্চ ইঞ্জিন । আর অপটিমাইজেশন হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা। 

  SEO এর প্রয়োজন কেন ?    

পৃথিবীতে প্রত্যেক ব্যবসাই ধ্বংস হয়না যতখন না পর্যন্ত সেটার প্রচার ‍বা মার্কেটিং বন্ধ হয়। যেমন  পেপসি কোম্পানী সবার ই পরিচিত তবুও সেই কোম্পানী কোটি কোটি টাকা খরচ করে তাদের মার্কেটিং চালিয়ে যাচ্ছে নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্যে। সুতরাং এবার নিজেই হিসেব করুন, পুরানো যত কোম্পানী আছে, নতুন যত ছোট কিংবা বড় কোম্পানী আসতেছে, সবগুলোর মার্কেটিং এর জন্য কি পরিমাণ লোক দরকার ? আর SEO তো করাই হয়, ব্যবসার প্রসারের জন্য। সুতরাং দিন যত হবে, তত আরো বেশি SEO Expert লোক দরকার হবে। তবে দিনে দিনে SEO জগতে  Creative লোকদের চাহিদা বাড়বে। যেহেতু অধিকাংশ Internet ব্যবহারকারী তার প্রয়োজনীয় তথ্য Google বা অন্য কিছুতে সার্চ করে, তাই পণ্যের প্রচার এবং বিক্রি বাড়াতে search engine এ রেজাল্টে সবার উপরে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার পণ্য এবং সেবা সংশ্লিষ্ঠ Keyword লিখে সার্চ করলে আপনার ওয়েবসাইটকে সবার আগে দেখায় তাহলে ভিজিটররা আপনার সাইটেই বেশি ক্লিক করবে। আর বেশি ক্লায়েন্ট আসলে বেশি বিক্রি, এটি তো জানা কথা!আপনি একজন ব্লগার, অ্যাফিলিয়েট মার্কেটার, ই-কমার্স উদ্যোক্তা, সার্ভিস প্রোভাইডার অথবা ফ্র্রিল্যান্সার যাই হোন না কেনো, গ্রাহক খুঁজে পাওয়ার জন্য আপনার এসইও করতেই হবে।আরও সহজভাবে বললে ইন্টারনেট থেকে যেভাবেই আয় করেন না কেন আপনাকে ওয়েবসাইটের মাধ্যমেই করতে হবে। আর এ ওয়েবসাইটের প্রমোশনের জন্য  অবশ্যই  আপনার SEO করতেই হবে!


   SEO কত প্রকার ও কি কি ?  

SEO প্রধানত 2 ধরনের হয়ে থাকে ।
1.     On Page SEO / অন পেজ (ওয়েবসাইট এর ভিতরেই করা হয় ) ।

2.     Off Page SEO / অফ পেজঃ (ওয়েবসাইট এর বাহিরে করা হয় ) ।     

 আজকে এ পর্যন্তই থাক। আজকের টপিক গুলো বাসায় একটু ভালোভাবে দেখবেন,পরের পর্বের জন্য সবাইকে আমন্ত্রন জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।


Post a Comment