সবাইকে আবার স্বাগতম আমার এই ছোট্ট ব্লগ এ।
আজকে ফিরে এলাম Basic SEO in Bangla (part-3) নিয়ে।
আজকের আলোচনার বিষয়:*Keyword
*Domain name
*Hosting
*Back Link
Keyword:
আমরা যখন কোনো কথা লিখে বিভিন্ন সার্চ ইঞ্জিন এ সার্চ দেই তখন ওই কথাটির অর্থ হলো কীওয়ার্ড ।আবার আপনার ওয়েবসাইট যে জিনিষ বা বিষয় নিয়ে তৈরি সেটাই হচ্ছে আপনার ওয়েবসাইট এর কী ওয়ার্ড। আমরা সাধারণত সার্চ দেয়ার পর রেজাল্ট পেজ এর প্রথম দিকের সাইট গুলোতে বেশি ঢুকি, সুতরাং আমাদের সাইটটি যদি কোনো কথার প্রেক্ষিতে প্রথম দিকে থাকে তাহলে আমরা প্রচুর পরিমানে ভিজিটর পাব.. অনলাইন এর সূত্র হচ্ছে "More Visitor=More Sales=More Profit". কোনো সাইট কে কোনো কথার/কীওয়ার্ড এর প্রেক্ষিতে এইরকম ভাবে প্রথম দিকে নিয়ে আসার কৌশল ই হলো Search Engine Optimization (SEO)Domain name:
Domain Name হচ্ছে একটি Website এর নাম। ওয়েবসাইটের নামকেই Domain Name বলা হয়।আপনার ওয়েবসাইটকে Ranking এ ভাল অবস্থানে আনার জন্য Domain Name খুবই গুরুত্বপূর্ণ। একটি Domain Name এর মাধ্যমে একটি Company এর পক্ষে ব্রান্ডিং হওয়া সম্ভব । Domain Name ছোট হওয়াটা ভালো যেন মানুষ সহজে মনে রাখতে পারে। যদি সম্ভব হয় সাইটের সার্ভিস অথবা বিজনেসের সাথে মিল রেখে Domain Name সিলেক্ট করলে ভালো হয়। আপনি আপনার ডোমেইন নেইম এ Keyword রাখতে পারেন। যেমন আপনি একটি ওয়েবসাইট বানাবেন যেখানে স্যামসাঙ এর সকল প্রকার সফটওয়্যার পাওয়া যাবে। তাহলে আপনি ওয়েবসাইটের নাম দিলেন http://www.nisshobd.tk অর্থাৎ আপনি আপনার সাইটের নাম দিলেন Nisshobd যেখানে ইউজাররা স্যামসাঙ এর সকল মোবাইলের সফটওয়্যার পাবে। এখানে Nisshobd হচ্ছে Domain Name ।কিন্তু একটু চিন্তা করে আপনি যদি আপনার ওয়েবসাইটের নাম http://www.samsungsoftware.com দেন তাহলে এটি আরও ইফেক্টিভ হবে।
তাহলে এখানে Domain Name হল Samsung Software যেখানে ইউজাররা সার্চ দেওয়ার সম্ভাবনা বেশি হল Samsung Software দিয়ে। এখানে সাইটের দুটি Keyword স্যামসাঙ এবং সফটওয়্যার হতে পারে সুতারাং এভাবে অনেক ভাল অপটিমাইজেশন করা সম্ভব । Domain Name এমন হওয়া উচিত মানুষ যাতে খুব সহজে মনে রাখতে পারে। Domain Name এ Primary Name এ Primary Keyword রাখা যেতে পারে। আপনি যে Domain Name সিলেক্ট করবেন সেখানে আপনার সাইটের একটি বা দুটি Keyword থাকতে পারে। আপনি যখন একটি Domain Name ভাবছেন বা চিন্তা করছেন তার আগে দেখে নিতে হবে এই নামটি খালি আছে কি না। এজন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেখানে আমরা চেক করে দেখতে পারি ঐ নামের Domain আগে থেকে কেউ নিয়েছে কি না।যদি না নেয় তাহলেই পরের স্টেপ গুলো Apply করতে হবে
Hosting:
যেখানে আমাদের ওয়েবসাইট এর কন্টেন্ট এবং পেজ গুলো থাকে সেটাই হলো ওয়েব হোস্টিং। প্রতিটা ওয়েবসাইট অসংখ্য পেজ নিয়ে তৈরি, এই পেজ গুলো থাকার স্থানই ওয়েব হোস্ট বা ওয়েব হোস্টিং নামে পরিচিত। এই স্থান গুলো হল সার্ভার এর হার্ডডিস্কের স্পেস বা স্থান। এই সার্ভার কম্পিউটার গুলোই বিশ্বের সবগুলো ওয়েবসাইট এর ডাটা সংরক্ষণ করে রাখে। এটা কোনো এক জায়গা বা একটা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে না। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন স্থানে ডাটা সেন্টার বা সার্ভার সেন্টার বসিয়ে ওয়েব হোস্টিং সেবা প্রদান করে।Back Link:
আমি প্রথমে সোজা কথায় বুজিয়ে দেই ব্যাকলিঙ্ক কি?
ব্যাকলিঙ্ক হল আপনার অথবা আপনার Claint এর ওয়েব সাইটে ভিজিটর আনার জন্য ওই ওয়েব সাইটের লিংক বিভিন্ন মাধ্যমে সঠিক নিয়মে ছরিয়ে দেয়াই হচ্ছে ব্যাকলিঙ্ক । কেন এই Back Link?
ব্যাকলিংক এর কথা মনে পড়লেই আমার মনে পড়ে আমাদের দেশের বড় বড় নেতাদের কথা,কি অবাক হচ্ছেন আমার কথা শুনে?আমি ব্যাকলিংক এর প্রয়োজনীয়তার কথা বললেই সবাকেই এই নেতাদের সাথে তুলনা করতে বলি।কিভাবে?লোকবল সবচেয়ে বড় বল।মনে করুন আপনার অনেক টাকা পয়সা আছে কিন্তু কাজ করার জন্য কোন লোকেই আপনি পেলেন না তাহলে কি টাকা পয়সার কোন মুল্য আছে? না নেই।সেভাবেই একজন প্রভাবশালী নেতারও কিন্তু একা কোন মূল্য নেই।দেখবেন সে সবসময় চায় তার অনেক অনেক সাঙ্গ-পাঙ্গ ( লোকবল ) থাকুক।কেননা লোকবল যত বেশি হবে তার ক্ষমতার প্রভাবও ততো বেশি হবে।ফলে সে সব জায়গায় সে তার প্রভাব আরো বেশি করে খাটাতে পারবে।কিংবা যখন সে কোন কাজ করতে যাবে তখন যদি তার পক্ষেই সবাই ভোট বা সম্মতি দেয় তাহলে তার কাজের গ্রহনযোগ্যতাও অনেকাংশে বাড়বে।অর্থাৎ সে হয়ে যাবে একজন পাওয়ারফুল ম্যান।
সার্চ ইন্জিন এর কাছে ব্যাকলিংক ও তেমনি।একটি সাইটের গুরুত্ব ও গ্রহনযোগ্যতা বাড়াতে ব্যাকলিংক বড়ানোর কোন বিকল্পই হয় না।এক একটি ব্যাকলিংক আপনার জন্য ভোট স্বরূপ।এর জন্য সার্চ ইন্জিন সবসময় খুজে বেড়ায় কোন সাইটের ব্যাকলিংক বেশি।কেননা আপনি ও হয়তো কখনো চাইবেন না একজন অযোগ্য প্রার্থীকে একটি গুরুত্বপূর্ণ আসনে বসাতে।এর জন্য সার্চ ইন্জিন ও তাদের প্রথম পেজটির জন্য বেশি গুরুত্ব দেয় ব্যাকলিংককে।
আর গুগল এই গুরুত্বকে সবার সামনে প্রকাশ করার জন্যই ব্যাবস্থা রেখেছে PageRank এর।পেজরেংক এর মাধ্যেম গুগল প্রকাশ করে যে ওয়েবসাইটটির গুরুত্ব বা রেংক কতটুকু।
অতএব এ থেকে প্রমাণিত হয় যে আপনার পেজ রেংক বাড়ানোর জন্যও সবচেয়ে দরকার ব্যাকলিংক বাড়ানো।
আজকে এ পর্যন্তই থাক। আজকের টপিক গুলো বাসায় একটু ভালোভাবে দেখবেন,
পরের পর্বের জন্য সবাইকে আমন্ত্রন জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি,
ধন্যবাদ।
>>>>ফেইসবুক এ আমি<<<<
Post a Comment